সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়ে তিরঙ্গা রেলি বিজেপি রামনগর মণ্ডলে

আগরতলা : রামনগর কেন্দ্রে সাড়া জাগানো তিরঙ্গা রেলি। সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ায় জন্য ভারতীয় সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়ে চলছে তিরঙ্গা রেলি। অপারেশন সিঁদুরের মাধ্যমে সেনা বাহিনী যোগ্য জবাব দিয়েছে। এজন্য রাজ্যের বিভিন্ন বিজেপি মণ্ডলে মণ্ডলে চলছে তিরঙ্গা রেলি। শুক্রবার সন্ধ্যায় রামনগর মন্ডলের উদ্যোগে হয় মোটর বাইক নিয়ে তিরঙ্গা রেলি। এদিন রেলি রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়,রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, বিজেপির প্রদেশ কমিটির সহ- সভাপতি পাপিয়া দত্ত, মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। এদিন তিরঙ্গা রেলিতে ছিল ট্যাবলুও। রেলিতে অংশ নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পাকিস্তানকে নাস্তানাবুদ করে ভারতীয় সেনারা যে বিজয় হাসিল করেছেন তাতে ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগ্রত হয়েছে। এই দেশাত্মবোধকে তিরঙ্গা রেলির মাধ্যমে সর্বত্র নিয়ে যাওয়ার জন্য সারা রাজ্যে চলছে তিরঙ্গা রেলি।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস