ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের নতুন কমিটির বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত

আগরতলা : ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের স্টেট গেমস করার পরিকল্পনা নিয়েছে সংগঠন। রবিবার নবগঠিত ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের বৈঠক হয়। এতে সংগঠন একাধিক সিদ্ধান্ত নেয়। পরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায়সহ অন্যরা।সাংবাদিক সম্মেলনে সুজিত রায় বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এদিন বৈঠক থেকে চিফ পেট্রন হিসেবে নিযুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে। পেট্রন করা হয়েছে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও বনমন্ত্রী অনিমেষ দেববর্মাকে। এছাড়া এডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন রতন সাহা। এই বোর্ডে আরও দুইজন রাখা হয়েছে। তারা হলেন অর্জুন পুরষ্কার প্রাপক মণ্টূ দেবনাথ ও দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীকে। তিনি আরও জানান জাতীয় ক্রীড়া আসরে রাজ্যের হয়ে অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট এসেছে। এগুলি অনুষ্ঠান করে বিলি করা হবে খেলোয়াড়দের মধ্যে। এর আগে কোনদিন আসেনি। কারণ আগে রাজ্যের হয়ে বহিঃরাজ্যের খেলোয়াড়রা অংশ নিত। এছাড়াও বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরা হয়।

 

Related posts

চোর চক্রের দুই সদস্য এন সি সি থানার পুলিসের জালে, উদ্ধার ৩ বাইক

রাজধানীর নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে হবে কাজী নজরুলের জন্মদিনে কবি প্রণাম অনুষ্ঠান

দুই থানা এলাকায় আরও ৩ শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার গুলিরপাশে দাঁড়ানোর জন্য জিতেনের চিঠি মুখ্যমন্ত্রীকে