তিপ্রা মথার শাসনে কতজন আদিবাসী বেকারের চাকরি হয়েছে জানতে চান শব্দ কুমার জমাতিয়া

আগরতলা : ২০২১ সাল থেকে এ ডি সির ক্ষমতায় তিপ্রা মথা। এই তিপ্রা মথার শাসনকালে কয়জন আদিবাসি বেকারের চাকরি হয়েছে তা জানতে চায় আদিবাসী কংগ্রেস। শুক্রবার আদিবাসী কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় প্রদেশ কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সহ অন্যরা। চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়ার অভিযোগ, এ ডি সি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ।তিনি বলেন কিছুদিন পর পরই দেখা যায় আদিবাসী এলাকায় রাস্তা- বিদ্যুৎ সহ বিভিন্ন দাবিতে রাস্তা রোকো আন্দোলন করছেন লোকজন। রাজ্য সরকার ও এ ডি সি প্রশাসনের কাছে তারা জানতে চায় আদিবাসী বেকারদের কতজনকে চাকরি দেওয়া হয়েছে? আদিবাসী বেকারদের অবস্থা খুবই করুণ। তাঁর অভিযোগ সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল পাস করে রুপায়ন করা হয়নি। ২০২৬ সালে এ ডি সি নির্বাচন। এই অবস্থায় তারা জানতে চায় এ ডি সির আসন সংখ্যা বাড়বে নাকি একই থাকবে?

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস