১৬ দফা দাবিতে আগরতলা শহরে মিছিল করল সিপিএম জিরানিয়া মহকুমা কমিটি

আগরতলা : ১৬ দফা দাবিতে আগরতলা শহরে মিছিল করল সিপিএম জিরানিয়া মহকুমা কমিটি। ডেপুটেশন দিল পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে।বুধবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে প্রথমে জমায়েত হন সিপিএম নেতা- কর্মীরা। সেখান থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা জেলা শাসক অফিসের সামনে জড়ো হয়। সেখান থেকে সিপিএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাসের নেতৃত্বে প্রতিনিধি দল ১৬ দফা দাবি সনদ পেশ করেন জেলা শাসকের উদ্দেশ্যে এ ডি এম মেঘা জৈন-র কাছে।তাদের দাবির মধ্যে রয়েছে কাজ-খাদ্য, আইনের শাসন কায়েম, জাতীয় সড়কের কাজ ও ত্রিনাথ মন্দির থেকে দলুরা সি এন জি স্টেশান পর্যন্ত উড়ালপুল নির্মাণ করা সহ বিভিন্ন দাবি। কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে, নেতৃত্ব রাধা চরণ দেববর্মা, পবিত্র কর, রমা দাস, কৃষ্ণা রক্ষিত সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদ্য মানিক দে অভিযোগ করেন তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। বাড়ি করতে গেলে কমিশন দিতে হবে। তার প্রশ্ন এই অরাজকতা কতদিন চলবে? বাড়ি ঘরে লুটপাট চলছে। তার অভিযোগ জিরানিয়া মহকুমার প্রতিটি থানায় অভিযোগ জানাতে গেলে মামলা নেওয়া হয় না। তিনি বলেন এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি