ইসলামাবাদ : এক লেফটেন্যান্ট জেনারেল-সহ পাক সেনার তিন উচ্চস্তরের আধিকারিককে বরখাস্ত করা হল। গত ৯ এবং ১০ মে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর হামলা থেকে সেনার দফতর, আবাসন এবং অন্যান্য সম্পত্তি রক্ষায় ব্যর্থতার অভিযোগেই এই পদক্ষেপ বলে সেনার তরফে জানানো হয়েছে।
আল কাদির ট্রাস্ট মামলায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকে গত ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে গ্রেফতার করে পাকিস্তান রেঞ্জার্স। ইমরানের গ্রেফতারের পর গোটা দেশে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। ইমরানের মুক্তির দাবিতে নানান জায়গায় বিক্ষোভ দেখান তাঁর দলের সমর্থকরা। দেশের নানা প্রান্তে তাণ্ডব এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটে। পুলিশ ও সেনার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তাঁরা। শুধু তাই-ই নয়, রওয়ালপিন্ডির পাক সেনার সদর দফতর, লাহোরের কোর কমান্ডারের বাড়িতে ভাঙচুর হয়, হামলা হয় করাচি ও পেশোয়ারের সেনা শিবিরি, মিয়াঁওয়ালির বিমানঘাঁটি, ফয়সলাবাদের আইএসআই ভবনে
।