জি বি হাসপাতালে প্রথম এক নাবালকের সফল জটিল অপারেশন

আগরতলা : জি বি হাসপাতালে প্রথম এক নাবালকের সফল জটিল অপারেশন।নাবালকের মেরুদণ্ডের টিবি জনিত বিকৃতি সংশোধন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে গরীব পরিবারের নাবালকের বিনামূল্যে সফল অপারেশন হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান জিবির মেডিক্যাল সুপার শঙ্কর চক্রবর্তী।গরীব পরিবারের ১১ বছরের নাবালকের মেরুদণ্ডে নকেল ডিফরমিটি তৈরি হয়েছিল। ফলে সে ঠিক ভাবে ঘুমাতে পারত না। তার দৈনদ্দিন জীবন যাত্রায় বিঘ্ন ঘটছিল। কিশোরটি কেবল পাশ ফিরে ঘুমাতে পারতো। সে হিল্ড স্পাইনাল টিবর কারণে সিভিয়ার কাইফোসিসে ভুগছিল। নাবালকের পরিবার চিকিৎসকও দেখিয়েছিল। কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের। অবশেষে মুখ্যমন্ত্রী সমীপেষুতে গিয়ে সব বিষয় মুখ্যমন্ত্রীর গোচরে নেন। সেখানে উপস্থিত থাকা জিবি হাসপাতালের এম এস বিনা মূল্যে অপারেশন করার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। অবশেষে শিশু বিভাগ, নিউরো সার্জারি টিম সিদ্ধান্ত নেয় অপারেশন করার। কিন্তু এজন্য কিছু সারজিক্যাল সামগ্রীর প্রয়োজন ছিল। সেগুলি বহিঃরাজ্যের এক সংস্থার সঙ্গে কথা বলে ব্যবস্থা করেন জিবির মেডিক্যাল সুপার। অবশেষে জিবিতে নাবালকের পি এস ও নামক জটিল অপারেশন করে মেরুদণ্ড সোজা করে স্নায়ু রক্ষা করা হয়। অপারেশনের টিমে ছিলেন নিউরো সার্জন ডাঃ সিদ্দা রেড্ডি, সহকারী নিউরো সার্জন সুমন ধর, দেবদত্ত সাহা, অ্যানেস্থেসিয়া বিভাগ, শিশু বিভাগের প্রফেসর ডাঃ সঞ্জীব দেব বর্মা সহ অন্যরা। বর্তমানে নাবালক স্বআভাবিক ভাবেই ঘুমাতে পারছে। নাবালকের এই সফল অপারেশন হওয়ায় খুশি তার পরিবারের সদস্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি