১,৮০০ কোটি টাকার বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প জোর কদমে চলছে: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা : বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ জানান যে, ১,৮০০ কোটি টাকার একটি প্রকল্পের অধীনে রাজ্যের বিদ্যুৎ সংক্রমণ পরিকাঠামোর আধুনিকীকরণ কাজ চলছে।

 

তিনি আরও জানান, এমন একটি প্রযুক্তি শীঘ্রই চালু হবে যার মাধ্যমে বিদ্যুৎ বন্ধ না করেই লাইনে মেরামতের কাজ করা যাবে।

 

মন্ত্রী নাথ এই কথা বলেন গোমতি জেলার অন্তর্গত অমরপুরে একটি নতুন ১৩২ কেভি সাবস্টেশন উদ্বোধনের সময়।

 

তিনি বলেন, ভারত সরকার ও বিশ্বব্যাঙ্কের যৌথ সহায়তায় নির্মিত এই সাবস্টেশনটি অমরপুর, চেলাগাং, রাঙামাটি, মালবাসা, থালছড়া, দেববাটি, অনারাইবাড়ি, কাসকো, খামারিয়াবাড়ি এবং পার্শ্ববর্তী বিস্তৃত এলাকাগুলির জনগণকে উপকৃত করবে।

 

মন্ত্রী জানান, বিদ্যুৎ সংযোগ বিঘ্ন না ঘটিয়ে লাইনের মেরামতের প্রযুক্তি রাজ্যে শীঘ্রই চালু করা হবে।

 

তিনি আরও বলেন, “আমরা রাজ্যে বিদ্যুৎ দপ্তরের আরও উন্নয়নের জন্য কিছু পরিকল্পনা নিয়েছি। এর মধ্যে রয়েছে পরিষেবা বন্ধ না করেই দ্রুত মেরামতের ব্যবস্থা, গ্রীষ্মকালে অতিরিক্ত চাপ সামলানো, ড্রোনের মাধ্যমে টাওয়ার লাইনে সমস্যা শনাক্ত করে রক্ষণাবেক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, এবং দুর্যোগকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন না করতে মোবাইল সাবস্টেশন চালু করা।”

 

মন্ত্রী নাথ জানান, সংক্রমণ পরিকাঠামোর এই উন্নয়ন ভারত সরকার ও বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

 

তিনি বলেন, “নতুন ১৩২ কেভির ৯টি সাবস্টেশনের মধ্যে ৮টি সম্পন্ন হয়েছে এবং ২টি নির্মাণাধীন। আগরতলার ৭৯ টিলা থেকে রুখিয়ার পুরোনো লাইনে নতুন প্রযুক্তির কেবল বসানো হচ্ছে। এছাড়াও, উত্তর-পূর্বাঞ্চল পরিষদের আর্থিক সহায়তায় আমবাসা থেকে গন্ডা তুইসা নতুন টাওয়ার লাইন নির্মাণের কাজ চলছে।”

 

তিনি আরও বলেন, বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের উচিত গ্রাহকদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনে তা দ্রুত সমাধানের ব্যবস্থা করা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র