প্রতিবাদ আন্দোলন করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি বাস ভবনে ভাঙচুর চালাল বিজেপি জনজাতি মোর্চার নেতা- কর্মীরা

আগরতলা : বিধায়ক সুদীপ রায় বর্মণের একটি মন্তব্য নিয়ে আন্দোলনের নামে রাজধানীতে বিধায়ক সুদীপ রায় বর্মণের সরকারি আবাসের সামনে বিক্ষোভ জনজাতি মোর্চার। অভিযোগ আন্দোলন কারীরা সরকারি আবাসে ভাঙচুর চালায়। তাও আবার পুলিসের সামনে। স্বাভাবিক ভাবেই পুলিসের ভূমিকায় উঠছে জনমনে প্রশ্ন। মঙ্গলবার আমবাসা টাউন হলে আদিবাসী কংগ্রেসের সম্মেলন হয়। সেই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ বিজেপি নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার বিধায়ক সুদিপ রায় বর্মণের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির জনজাতি মোর্চা। সেখানে আগে থেকে মজুত ছিল বিশাল পুলিশ বাহিনী। একটা সময় বিজেপির জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা বিধায়ক সুদিপ রায় বর্মণের সরকারি আবাসের মূল ফটকের তালা ভেঙ্গে পৌঁছে যায় বিধায়কের সরকারি আবাসের সামনে। ভাংচুর করা হয় বিধায়ক সুদিপ রায় বর্মণের সরকারি আবাসের চেয়ার টেবিল। অভিযোগ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী থাকলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে। এই সুযোগে বিজেপির জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা বিধায়ক সুদিপ রায় বর্মণের সরকারি বাস ভবনে তাণ্ডব চালায়। ঘটনার পর বিধায়ক সুদীপ রায় বর্মন পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন। ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় বইছে। শহরের আইন- শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি