প্রথমবারের মতো ত্রিপুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া সাংবাদিকদের সেমিনার

আগরতলা : ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব (টিএসজেসি) গত ৩৩ বছর ধরে রাজ্যে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের স্বার্থে কাজ করে চলেছে। টিএসজেসি আড়াই দশক আগেই ক্রীড়া সাংবাদিকদের সর্বভারতীয় সংগঠন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসজেএফআই) অনুমোদন নিয়ে কাজ করে চলেছে।

আগামী ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রতি বছরের মত এবারও এই দিবসটি টিএসজেসি পালনের উদ্যোগ নিয়েছে। এর অঙ্গ হিসেবে রাজ্যে প্রথমবারের মত শুধুমাত্র ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের জন্য এক কর্মশালার উদ্যোগ নিয়েছে। এবিষয়ে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর সহযোগিতার হাত প্রসারিত করেছে। ২ জুলাই, ২০২৫ আগরতলা প্রেস ক্লাবে দুপুর ১২টায় একদিনের এই কর্মশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসার ডা. মানিক সাহা। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার উপস্থিত থাকবেন। পৌরহিত্য করবেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী।

এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে থাকবেন কলকাতার বিশিষ্ট ও জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক তথা কলকাতা টিভি’র জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। রাজ্য থেকে রিসোর্স পার্সন হিসেবেন থাকবেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। এই কর্মশালায় রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমার সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা অংশ নেবেন। কর্মশালায় গৌতম ভট্টাচার্যের বক্তব্য রাখার জন্য দর্শক আসনেরও ব্যবস্থা রাখা হবে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র