চা- বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন

আগরতলা : চা- বাগান শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন। রাজধানীতে গণ ধরনা ও শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন সংগঠনের। সোমবার ৭ দফা দাবিকে সামনে রেখে শ্রম দপ্তরে গণ ডেপুটেশান প্রদান করল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়ন।তাদের দাবি গুলির মধ্যে রয়েছে মূল্য বৃদ্ধির সথে সঙ্গতি রেখে ১৯ কেজি পাতা তোলার নিরিখে ২৫০ টাকা ন্যূনতম মজুরী দিতে হবে। চা শ্রমিকদের সরকারী দায়িত্বে গৃহ নির্মান করে দিতে হবে। মালিকদের দায়িত্বে গৃহ সংস্কার করতে হবে। অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক চা শ্রমিক পরিবারকে ৩ গন্ডা করে জায়গার পাট্টা দিতে হবে। শ্রমিকদের অবসরের পর আইন অনুযায়ী ইপিএফ, গ্রেচুইটি সহ অন্যান্য প্রাপ্য অর্থ সময় মত মিটিয়ে দিতে হবে। শ্রম দপ্তরে ইপিএফ-এর টাকা সঠিক সময়ে পাওয়ার জন্য শ্রমিকদের সহায়তা কেন্দ্র স্থাপন করতে হবে। সমবায়ের বাগান গুলিতে লুটের বানিজ্য বন্ধ করতে হবে। বাগিচা আইন অনুযায়ী বাগানের জায়গা অন্য কাজে ব্যবহার করা চলবে না। এইদিনের গণধর্না কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ ইউনিয়নের নেতৃত্ব। চা- বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে তালবাহান্র প্রতিবাদ জানান নেতৃত্ব।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি