মেধা তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রত্যাশীরা

আগরতলা : তিন বছর অতিক্রান্ত হতে চলছে। এখনই মেধা তালিকা প্রকাশ করা হয়নি পুলিসের স্পেশাল এক্সিকিউটিভের ৬০৬৭ পদের। চাকরি প্রত্যাশীরা সংশ্লিষ্ট জেলার পুলিস সুপারের অফিসে যোগাযোগ করলে মিলেছে শুধু আশ্বাস আর আশ্বাস। অভিযোগ ২০২২ সালের প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। ফলে হতাশ চাকরি প্রত্যাশীরা। হতাশ চাকরি প্রত্যাশীরা মঙ্গলবার রাজধানীতে জড়ো হয়। তারা পশ্চিম জেলার পুলিস সুপারের সঙ্গে সাক্ষাৎ করেও সঠিক কোন আশ্বাস পাননি। ফলে চাকরি প্রত্যাশীরা রাজধানীর শিশু বিহার স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। তারা দাবি জানায় দ্রুত স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার।

 

 

Related posts

চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা

কিশোর বর্মণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজভবনে

চকলেট চুরির অভিযোগে সুকান্ত দাসকে এক ব্যক্তিকে আটক