চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা

আগরতলা : চিরাচরিত প্রথা মেনে পুরান হাভেলি চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। সাতদিন ব্যাপী চলবে স্মপ্রতির এই উৎসব। রাজ্য শুধু নয় বহিঃরাজ্য থেকেও দর্শনার্থীরা ভিড় জমান সম্প্রীতির উৎসবে। বৃহস্পতিবার চতুর্দশ দেবতা বাড়িতে খার্চি মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, জেলার পুলিস সুপার কে কিরণ কুমার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।সাতদিন ব্যাপী মেলায় থাকবে বিভিন্ন অনুষ্ঠান। মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে লুপ্ত প্রায় সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার। সাতদিন ব্যাপী এই মেলা জাতি- জনজাতি সহ সকল অংশের মানুষের মিলনস্থলে পরিণত হয়। মেলায় বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা রকমারি পসরা নিয়ে বসেছেন। উদ্বোধনী দিনেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় চোখে পড়ে। খার্চি পূজা ও মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার। মোতায়েন করা হয়েছে টি এস আর- পুলিস। এদিকে এদিন সকালেই প্রথা মেনে শুরু হয়েছে পূজার্চনা। এদিন প্রথমে ১৪ দেব দেবীর বিগ্রহ গুলিকে সরকারি ভাবে করা নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় হাওড়া নদীতে। সেখানে স্নানযাত্রা শেষে নিয়ে আসা হয় । এর পর শুরু হয় পূজা। রাস্তার দুই ধারে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল