অল ত্রিপুরা পি. এ. সিস্টেম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন শুরু, রক্তদান শিবিরের উদ্বোধনে মেয়র

আগরতলা : সোমবার থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হলো অল ত্রিপুরা পি. এ. সিস্টেম অ্যাসোসিয়েশন-এর দুদিনব্যাপী রাজ্য সম্মেলন। সম্মেলনের সূচনালগ্নে আয়োজিত হয় একটি স্বেচ্ছা রক্তদান শিবির, যা উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ জিউ মন্দিরের মঠাধ্যক্ষ ভক্তি কমল বৈষ্ণব সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। রক্তদান শিবির পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের সংগঠন যখন সমাজের প্রতি দায়িত্ব পালন করে, তখনই রক্তের চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য বজায় থাকে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”

 

তিনি আরও বলেন, “যারা স্বেচ্ছায় রক্তদান করেন, তারা নিঃস্বার্থভাবে সমাজের পাশে দাঁড়ান—এটাই জীবনের সত্যিকারের মহৎ কাজ।”

 

দুদিনব্যাপী এই সম্মেলনে থাকছে নানা কর্মসূচি—আয়োজিত হবে সেমিনার, পাশাপাশি থাকবে পি. এ. সিস্টেম ও বাহারি আলোর প্রদর্শনী মেলা। এই সম্মেলনের শেষ দিনে গঠিত হবে অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি।

 

সামাজিক ও পেশাগত দায়িত্ব পালনের এমন সমন্বিত উদ্যোগ আগামীতেও অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিরা।

 

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল