দৃষ্টিহীন ছাত্রীদের সঙ্গে অমানবিক আচরণ! এক্সপায়ার খাবার, পরিষেবার বেহাল দশা – স্কুল কর্তৃপক্ষকে ঘেরাও

আগরতলা : চোখে দেখে না বলেই কি তাদের সঙ্গে এই অমানবিক ব্যবহার? এমনই ক্ষোভে ফেটে পড়েছে রাজ্যের এক বিশেষ বিদ্যালয়ের দৃষ্টিহীন ছাত্রীরা। দীর্ঘদিন ধরে হোস্টেল ও স্কুলে এক্সপায়ার হওয়া খাবার পরিবেশন, ন্যূনতম পরিষেবার অভাব, অবহেলা ও অপমানজনক আচরণ – এমন একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছে তারা।

 

অভিযোগে জানা যায়, বিদ্যালয় হোস্টেলে থাকা অন্ধ ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত দেওয়া হচ্ছে মেয়াদউত্তীর্ণ খাদ্যসামগ্রী। এর পাশাপাশি নেই পর্যাপ্ত পুষ্টিকর খাবার, নেই প্রয়োজনীয় সহায়তা। এমনকি হোস্টেল ও স্কুল ভবনের অবস্থা অত্যন্ত বেহাল, যেখানে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

 

এই অবস্থায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সোমবার সকালে বিদ্যালয়ের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভে বসে পড়ে। তারা সাফ জানিয়ে দেয় – যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ তারা পিছু হটবে না।

 

খবর পেয়ে সমাজকল্যাণ সমাজ শিক্ষা দপ্তর থেকে জয়েন্ট ডিরেক্টর বিদ্যালয়ে পাঠানো হয়। তিনি এসে সার্বিক বিষয় খতিয়ে দেখেন এবং পুরো ঘটনা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক এর কাছে তুলে ধরবেন l

 

ছাত্রছাত্রীদের প্রশ্ন – “আমরা কি মানুষ নই? শুধু দৃষ্টিহীন বলেই কি আমাদের সঙ্গে এমন ব্যবহার?” তারা সরকারের কাছে দাবি জানিয়েছে অবিলম্বে হোস্টেলের খাবার ও পরিষেবা মানোন্নয়ন করা হোক এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

 

এখন দেখার, প্রশাসন ও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর কতটা দ্রুত পদক্ষেপ নেয় এবং এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে যথোপযুক্ত

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস