মায়েরা সুস্থ থাকা মানেই পরিবার সুস্থ থাকা : মুখ্যমন্ত্রী

আগরতলা : বর্তমান রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য নারী সুরক্ষা। নারী সুরক্ষার বিষয়টি নজরে রেখে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ আগরতলা মেডিক্যাল কলেজ এবং জিবিপি হাসপাতাল প্রাঙ্গণে ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ অভিযানের সূচনা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, পরিবারের প্রথম ব্যক্তি হলেন সেই পরিবারের মা। মার স্বাস্থ্যের সমস্যা হলে পুরো পরিবারের উপর প্রভাব পড়ে। তাই মা তথা নারী শক্তিকে সুস্থ এবং রোগমুক্ত রাখার উদ্দেশ্যে ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ অভিযানের সূচনা করা হয়েছে। তিনি বলেন, মায়েরা সুস্থ থাকা মানেই পরিবার সুস্থ থাকা। পরিবার সুস্থ থাকার মধ্য দিয়ে শক্তিশালী সমাজ ব্যবস্থা গড়ে উঠে। তিনি বলেন, অনেক সময়ই দেখা যায় মহিলারা তাদের নিজের অজান্তেই নানা রোগে আক্রান্ত হয়ে থাকেন। আজ থেকে যে অভিযানটির সূচনা হয়েছে তার মধ্য দিয়ে মহিলারা নিজেদের দেহে জমাট বেঁধে থাকা রোগ সনাক্ত করতে পারবেন। এরফলে সহজেই তাদের চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। তিনি বলেন, দেশের প্রসূতি ও জনস্বাস্থ্য কল্যাণে একটি নতুন দিগন্তের সূচনা হলো আজ। মুখ্যমন্ত্রী এই অভিযানের সার্বিক সফলতা কামনা করেন।

 

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার পর মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মুখ্যসচিব জে. কে. সিনহা, সচিব অভিষেক সিংহ, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার, এ.জি.এম.সি.-র মেডিক্যাল সুপার ডা. শংকর চক্রবর্তী প্রমুখ।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মধ্যপ্রদেশের ধার জেলা থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘সুস্থ নারী, সশক্ত পরিবার’ শীর্ষক অভিযানের সূচনা করেন। এই অভিযানের অঙ্গ হিসেবে দেশব্যাপী স্বাস্থ্য শিবির করা ছাড়াও অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের কর্মসূচি পালন এবং গর্ভবতী মহিলাদের প্রধানমন্ত্রী মাতুবন্দনা যোজনার অধীনে সুবিধা প্রদান করা হবে। অভিযানটি আজ থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে।

এতে দেশব্যাপী আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার, জেলা হাসপাতাল এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন পরিষেবার সুযোগ গ্রহণ করা যাবে। এই সময়ের মধ্যে দেশব্যাপী ১ লক্ষেরও বেশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে।

 

বোতাম টিপে অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজকের এই অভিযানের সূচনা নারী শক্তির অগ্রাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের দৃঢ় মানসিকতার প্রতিফলন ঘটছে। এই অভিযান ভারতে নারী শক্তিকে সুস্থ এবং শক্তিশালী রাখার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে। এই অভিযানের লক্ষ্য দেশের সব মাতৃশক্তির উন্নয়ন এবং অগ্রগতি।

 

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং জিবিপি হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযানের সূচনা পর্বটি মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিগণ প্রত্যক্ষ করেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল