স্কলারশিপের সমস্যা নিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করল টিএসইউ

oplus_140509184

আগরতলা : আবারো জনজাতি ছাত্র-ছাত্রিদের স্কলারশিপের টাকা নিয়ে তালবাহানা জনজাতি কল্যাণ দপ্তরের। জনজাতি ছাত্র-ছাত্রিদের স্কলারশিপের সমস্যা সহ দুই দফা দাবি নিয়ে শুক্রবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করল টিএসইউ। টিএসইউ-র পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট এই ডেপুটেশান প্রদান করে। ডেপুটেশান প্রদান শেষে টিএসইউ-র রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা জানান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর গুলির অভ্যাসে পরিণত হয়ে গেছে আন্দোলন ছাড়া দপ্তর গুলি কথা বলতে চায় না। অনুরূপ অবস্থা জনজাতি কল্যাণ দপ্তরেরও। জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে এই বছর ৩৩ হাজার ৫০৬ জন জনজাতি ছাত্র-ছাত্রী স্কলার শিপের জন্য আবেদন করেছে। তার মধ্যে এখনো ৫ হাজার ১৫২ জন জনজাতি ছাত্র-ছাত্রী স্কলার শিপের টাকা পায় নি। তাদের মধ্যে অনেকে বিএড পড়ুয়া। এই বিষয়টি নিয়ে এইদিন দপ্তরের অধিকর্তার সাথে কথা বলা হয়েছে। দপ্তরের অধিকর্তা জানিয়েছেন ফান্ডের সমস্যা রয়েছে। সুজিত ত্রিপুরা আরও জানান বামফ্রন্ট সরকারের সময় বিএড পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হতো ৭৮ হাজার টাকা। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর স্কলারশিপের টাকা ১০ হাজার টাকা কমিয়ে ৬৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তাই এই স্কলারশিপের টাকা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে। সুজিত ত্রিপুরা এইদিন জনজাতি কল্যাণ দপ্তরের অর্থ সংকট নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানান ত্রিপল ইঞ্জিনের সরকারের সময়ে কেন অর্থের সংকট হল।

 

 

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল