আগরতলায় অনুষ্ঠিত হবে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র-র ১৬ তম রাজ্য সম্মেলন

oplus_2097152

আগরতলা : আগরতলায় অনুষ্ঠিত হবে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র-র ১৬ তম রাজ্য সম্মেলন। ২ দিন ব্যাপী এই সম্মেলন শুরু হবে ১০ নভেম্বর। সম্মেলন চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রকাশ্য সমাবেশের মধ্যদিয়ে সম্মেলন শুরু হবে। এই সম্মেলনকে সামনে রেখে শনিবার সি আই টি ইউ-র অফিসে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির সভা। সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত, নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা সহ অন্যান্যরা। সিআইটিইউ-র সাধারন সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন ত্রিপুরা রাজ্যে বিজেপি শাসন কালে বহুমুখী আক্রমণের মধ্যেও শ্রমজীবী মানুষদের সিআইটিইউ সংহত করার চেষ্টা করছে। শ্রমজীবী মানুষ আক্রমণের মুখে মাথা নত করছে না। উল্টো শ্রমজীবী মানুষ প্রতিবাদে সরব হচ্ছে। বর্তমানে শ্রমজীবী অংশের মানুষ সি আই টি ইউ-র পতাকা তলে সামিল হচ্ছে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM