ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

oplus_0

আগরতলা : ফুটবল যুব সমাজকে শৃঙ্খলা, দলগত মানসিকতা ও কর্মনিষ্ঠার শিক্ষা দেয়। ক্রীড়া ক্ষেত্রের সার্বিক উন্নয়নের পাশাপাশি ফুটবল খেলার পরিকাঠামো উন্নত করতেও বদ্ধপরিকর রাজ্যের বর্তমান সরকার।

 

আজ আগরতলায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন অন্তর্ভুক্ত লাইফটাইম মেম্বারদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ত্রিপুরা এখন ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থানে রয়েছে। বাইরে থেকে আসা ক্রীড়াবিদরাও ত্রিপুরার ক্রীড়া জগৎ-এর উন্নয়ন উপলব্ধি করতে পারছেন। ফুটবলের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সিন্থেটিক টার্ফ তৈরী করা হচ্ছে। দিবা-রাত্রির খেলা অনুষ্ঠিত হচ্ছে। জনজাতি সম্প্রদায়ের ছেলেমেয়েদের মধ্যেও খেলাধুলার প্রতি আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এই সবই সম্ভব হচ্ছে রাজ্য সরকারের ক্রীড়ার প্রতি আন্তরিক মনোভাবের জন্য। এই সরকার ক্রীড়াবিদদের সম্মান দিতে জানে। পুরোনো ক্রীড়াবিদদের স্মরণ করতে আগ্রহী।

 

তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, নিয়মিত অনুশীলন, পরিশ্রম, অধ্যাবসায়, দৃঢ়তা এবং শৃঙ্খলাপরায়ণ জীবনই সাফল্যের চাবিকাঠি। বর্তমান সরকার প্রতিটি প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে রয়েছে। প্রতিভা বিকাশে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে চলছে। তিনি বলেন, রাজ্যে ফুটবল খেলা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। রাজ্য সরকারও তাদের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গির পাশাপাশি ফুটবলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে।

 

বক্তব্যে মুখ্যমন্ত্রী আরো বলেন, খেলাধুলা মানুষকে নেশার হাত থেকে দূরে রাখতে এবং ও সুস্থ রাখতেও সহায়তা করে। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ক্রীড়া জগৎ-এর বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা অন্বেষণ, মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভাশালী প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি টি.এফ.এ-র সার্বিক সফলতা কামনা করেন।

 

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রন রতন সাহা। এই অনুষ্ঠানে এদিন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন ৮০ জন লাইফটাইম মেম্বার নির্বাচিত হয়েছেন। তাদের হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস