প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল শচীন্দ্র লাল সিংহ-র প্রয়াণ দিবস

আগরতলা : ২০০০ সালের ৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং। মঙ্গলবার তাঁর ২৫ তম প্রয়াণ বার্ষিকী। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। উপস্থিত সকলে প্রয়াত শচীন্দ্র লাল সিংহ-র প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন শচীন্দ্র লাল সিং ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। ১৯৬৪ সালের à§§ জুলাই থেকে ১৯৭২ সালের à§§ নভেম্বর পর্যন্ত ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শচীন্দ্র লাল সিংহ। ১৯৭৭ সালে তিনি নবগঠিত কংগ্রেস ফর ডেমোক্রেসি দলে যোগদান করেন। তিনি কংগ্রেস ফর ডেমোক্রেসির সদস্য হিসাবে ত্রিপুরার পশ্চিম কেন্দ্র থেকে ষষ্ঠ লোকসভায় নির্বাচিত হন। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাকে স্নেহের সাথে “শচীনদা” বলা হতো এবং নিজের সরলতা ও বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।

Related posts

PM Modi’s blessings driving Tripura’s growth: CM

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ ত্রিপুরার উন্নতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মুখ্যমন্ত্রী