নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হবে ত্রিং উৎসব

oplus_136314880

আগরতলা : নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হবে ত্রিং উৎসব। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান মুভমেন্ট ফর ককবরকের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রুহি চন্দ্র দেববর্মা, সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা, সহ-সম্পাদক বিজেস দেববর্মা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে তারা জানান পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ত্রিং উৎসব। ইতিমধ্যে ত্রিং উৎসব উদযাপনের প্রস্তুতি সর্বত্র সম্পন্ন হয়ে গেছে।

Related posts

PM Modi’s blessings driving Tripura’s growth: CM

মণিপুরে সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ অনুষ্ঠিত হবে ১১ থেকে ১৫ ডিসেম্বর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ ত্রিপুরার উন্নতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মুখ্যমন্ত্রী