মণিপুরের পরিস্থিতি দেখতে যাচ্ছেন রাহুল, কথা বলবেন ঘরছাড়া মানুষদের সঙ্গে

নয়াদিল্লি : সেনা মোতায়েন থেকে সর্বদল বৈঠক। কেন্দ্রের একাধিক পদক্ষেপ সত্ত্বেও হিংসা থামার লক্ষণ নেই মণিপুরে। সেখানে গোষ্ঠী সংঘর্ষে পর পর প্রাণহানির মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের ওই হিংসাদীর্ণ রাজ্য পরিদর্শনের কথা ঘোষণা করলেন।

মঙ্গলবার এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল রাহুলের সফরের কথা ঘোষণা করে বলেন, ‘‘রাহুল মণিপুর সফরে হিংসায় ঘরছাড়াদের শিবিরগুলি পরিদর্শন করবেন। আলোচনা করবেন মণিপুরের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও।’’ প্রসঙ্গত, দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ধারাবাহিক হিংসায় নিহতের স‌ংখ্যা দেড়শো ছুঁতে চলছে। ঘরছাড়া প্রায় ৫০ হাজার মানুষ! গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করলেও তার পরেও হিংসার একাধিক ঘটনা ঘটেছে।

 

 

Related posts

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস

CM chairs meeting with DoNER Minister Scindia

All towns, 583 villages in Tripura already connected by 5g network: CM