ঠিকেদার তোল্লার টাকা না দেওয়ায় শ্রমিকদের মারধর করার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

আগরতলা : সরকারি কাজ করলেই দিতে হবে তোল্লা। এ যেন বর্তমান ত্রিপুরায় এক প্রকার সর্বত্র ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ টাকা দাবি ও সময়মতো না দিলেই নির্মাণ কাজ বন্ধ নয়তো হুমকি ধমকি শুরু হয়ে যায় দুর্বৃত্তদের। ফের এমন ঘটনা ঘটলো মান্দাই এলাকায়। জানা গেছে মান্দাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ হয়। জনৈক ঠিকেদার এই কাজের বরাত পান। অভিযোগ সেখানে কাজ করতে গেলেই একটি রাজনৈতিক দলের দুর্বৃত্তরা টাকা দাবি করেন ঠিকেদারের কাছে। প্রথম দিকে ঠিকেদার কাজ বন্ধ রেখে দেন। পরে আবার কাজ শুরু করেন। সেজন্য শ্রমিকরা সেখানে থেকেই কাজ শুরু করেন। কাজের বরাত পাওয়া ঠিকেদারও আজ নয় কাল টাকা দেবেন বলে আশ্বাস দিয়ে আসছিলেন । অবশেষে বৃহস্পতিবার বিকেলে সেখানে কাজ করা দুই শ্রমিককে মারধর করে দুর্বৃত্তরা। অভিযোগ আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে এসে হামলা করে। কোনক্রমে সেখান থেকে পালিয়ে আসেন শ্রমিকরা। তাঁরা ঘটনা ঠিকেদারকে জানালে তিনি ছুটে এসে আহত শ্রমিকদের জিবিতে নিয়ে যান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে