ঠিকেদারী কাজ নিয়ে রাজধানী থেকে এক ঠিকেদারকে অপহরণ ,৩০ মিনিটের মধ্যে উদ্ধার

আগরতলা : রাজধানী আগরতলার উত্তর গেট এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করল পশ্চিম থানা পুলিশ ।পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ । ঘটনা ঘটে শুক্রবার দিন। রাজধানী ব্যস্ততম উত্তর গেট এলাকা থেকে স্কুটি থেকে এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগ উঠে দুর্বৃত্তদের বিরুদ্ধে ।ট্রাফিক পুলিশের সামনে থেকেই এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। অভিযোগ ট্রাফিক পুলিশের সামনেই এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনা জানা জানি হতেই ঘটনাচলে ছুটে আসে পশ্চিম থানা পুলিশ ।তারা তদন্তেরা নেমে ৩০ মিনিটের মধ্যেই অপহৃত ব্যক্তি শ্যামল দেবকে উদ্ধার করতে সক্ষম হয় জানা গেছে খোয়াইয়ে পূর্ত দফতরের চারটি টেন্ডার পান শ্যামল দেব। খোয়াইয়ের বাসিন্দা শ্যামল বাবু সপরিবারে বর্তমানে আগরতলায় থাকেন। শ্যামল দেবের কাছ থেকে টেন্ডার গুলি হাতে নিতে তৎপরতা শুরু করে দুর্বৃত্তরা। অভিযোগ এদিন শ্যামল দেব কে পিন্টু রায় এর নেতৃত্বে মাফিয়ারা তুলে নিয়ে ফটিকছড়া এলাকায় চা বাগানে যান ।সেখানে জোর করে শ্যামল দেবের কাছ থেকে টেন্ডার সারেন্ডারের সই করান। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্যামল দেবকে উদ্ধার করে। তবে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি এখনো।প্রশ্ন উঠছে ব্যস্ততম ভিআইপি সড়ক সংলগ্ন এলাকায় কি করে স্কুটি থেকে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা? কোথায় নিরাপত্তা?

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী