পঞ্চায়েতে দুর্নীতি আটকাতে আর নগদে লেনদেন নয়! বড়সড় উদ্যোগ মোদি সরকারের

দিল্লি : বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, ঠিক তখনই পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রের তরফে সব রাজ্যকে জানিয়ে দেওয়া হল, পঞ্চায়েত স্তরে আর নগদে লেনদেন করা যাবে না। সব লেনদেন করতে হবে ইউপিআই মাধ্যমে বা অনলাইনে। কেন্দ্রের আশা, এর ফলে পঞ্চায়েত স্তরে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে।কে

ন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফে গত ১৫ জুন সব রাজ্য সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতেই বলা হয়েছে, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশের সব পঞ্চায়েতের সবরকম লেনদেনে ইউপিআই (UPI) ব্যবহার শুরু করতে হবে। কোনওরকম নগদে লেনদেন করা যাবে না। পঞ্চায়েত স্তরে এই অনলাইন লেনদেনের ব্যবস্থা চালু হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেটির উদ্বোধন করতে হবে। উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের থাকাটা বাঞ্ছনীয়। কোন সার্ভিস প্রোভাইডারের কাছে পঞ্চায়েতগুলি অনলাইন লেনদেনের সুবিধা নিতে চায়, সেটাও ১৫ জুলাইয়ের মধ্যে ঠিক করতে ফেলতে হবে।

Related posts

Centre approves Rs 288.93 Crore flood relief for Tripura

Tripura CM meets Union Ministers Dharmendra Pradhan, Ashwini Vaishnaw

ত্রিপুরার জন্য ২৮৮.৯৩ কোটি টাকা ত্রাণ অনুমোদন করলো কেন্দ্রীয় সরকার