আগরতলা : কুমারঘাট উল্টো রথযাত্রা নিয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।শুক্রবার কুমারঘাটের মর্মান্তিক ঘটনাস্থল, থানা, মহকুমা শাসক, পূর্ত , বিদ্যুৎ অফিস, ইসকন, সহ বিভিন্ন বিভিন্ন পরিদর্শন করেণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর, তপন চক্রবর্তী সহ অন্যরা। জিবিতেও যান তাঁরা। শনিবার সিপিএম রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে মানিক সরকার বলেন এই ঘটনার গুরুত্বের গভীরতা বিবেচনা করে একজন হাইকোর্টের কর্মরত বিচারপতি দিয়ে তদন্তের প্রয়োজন।এই ঘটনা জেলা শাসককে দিয়ে তদন্ত করা ঠিক হবে না বলে তিনি মন্তব্য করেন।ঘটনার পর থেকে কুমারঘাট এক নিঃশব্দের নগরীতে পরিনত হয়েছে বলে মন্তব্য করে মানিক সরকার বলেন ,দোকানপাট খোলা থাকলেও ফাঁকা,রাস্তায় মানুষজন নেই। চাপা উত্তেজনা রয়েছে যেকোনো সময়ে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে।সিপিআইএম প্রতিনিধি দল ঘটনাস্থলে যান এবং আক্রান্তদের বাড়ীতে গিয়ে স্বজনহারাদের সাথে ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।একই সাথে মৃতদের পরিবারের একজনকে একটি সরকারি চাকরি, আহতদের সরকারের সহযোগিতায় কাজে যোগদান না করা পর্যন্ত আহতদের পূর্ণ চিকিত্সা প্রদান, আক্রান্ত পরিবারের পড়ূয়াদের দ্বাদশ শ্রেণীর পর্যন্ত বিনা খরচে লেখাপড়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।একই সঙ্গে যেকোনো শোভাযাত্রার ক্ষেত্রে নতুন করে গাইড লাইন করার প্রতি আলোকপাত করেন মানিক বাবু।