আগরতলা : কুমারঘাটে উল্টো রথের দিনে দুর্ঘটনায় কয়েকজন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চিকিৎসাধীন। তাদের দেখতে জিবি হাসপাতালে ছুটে যান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আশিস কুয়াম্র সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁরা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং পরিজনদের সঙ্গে কথা বলেন। জিবিতে চিকিৎসাধীনদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান সুদীপ রায় বর্মণ। তিনি প্রার্থনা করেন, আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে স্বাভাবিক জীবন যাপন ফের শুরু করতে পারেন। ২৮ জুন কুমার ঘাটে ইসকনের উল্টো রথের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাটি ঘটে। ঘটনার দিনেই ৭ জনের মৃত্যু হয়