বিধানসভায় ৭ জুলাই পেশ হবে বাজেট অধিবেশন

আগরতলা : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে ৭ জুলাই। প্রথম দিনই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করবেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। শনিবার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক হয় বিধানসভায়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল,মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। বৈঠক শেষে অধ্যক্ষ জানান, এবারের বাজেট অধিবেশন বসবে ৪ দিন। ৭ তারিখ শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। অধিবেশন বসবে ৭, ১০, ১২ ও ১৩ তারিখ। অধিবেশনে আসবে দুটি বিল।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস