বিশ্ব বাঁশ দিবস উদযাপন

আগরতলা : বিশ্বব্যাপী বাঁশ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর বিশ্ব বাঁশ দিবস পালন করা হয়। বাঁশ কয়েক দশক ধরে দৈনন্দিন জীবনের একটি অংশ। কিন্তু এটি সবসময় পরিবেশ বান্ধব উপায়ে ব্যবহার করা হয় না।বিশ্ব বাঁশ দিবস বিশ্বব্যাপী বাঁশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উদযাপনের একটি দিন। যেখানে বাঁশ প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়, সেখানে বাঁশ একটি দৈনন্দিন উপাদান হয়ে উঠেছে। ওয়ার্ল্ড ব্যাম্বু অর্গানাইজেশনের লক্ষ্য বাঁশের সম্ভাবনাকে আরও উচ্চতর এক্সপোজারে নিয়ে আসা – প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ রক্ষা করা, টেকসই ব্যবহার নিশ্চিত করা।এবছরের বাঁশ দিবসের থিম একটি ভাল ভবিষ্যতের জন্য সবুজ সমাধান বাঁশ। বুধবার বিশ্ব বাঁশ দিবসে আলোচনা সভা হয় রাজধানীর প্রজ্ঞাভবনে। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, নাবার্ড ও ত্রিপুরা ব্যাম্বো মিশনের তরফে হয় আলোচনা চক্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অন্তরা দেব সরকার সহ সংশ্লিষ্ট মিশনের আধিকারিকরা। এদিন আলোচনা করতে গিয়ে বিধায়ক অন্তরা দেব সরকার বলেন, আগরতলা এম বি বি বিমানবন্দর ো রেল স্টেশনে বাঁশজাত শিল্পের বিভিন্ন সামগ্রীর স্টল রয়েছে। শুধু রাজ্য, দেশ নয়, আন্তর্জাতিক স্তরেও এই শিল্পের চাহিদা রয়েছে।ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে বাঁশ শিল্পের সঙ্গে অনেক মহিলা যুক্ত রয়েছেন।এছাড়াও বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে