মহারাজগঞ্জ বাজারে গণেশ পূজায় রাজীব

FB IMG 1695233346587

আগরতলা : ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জায়গায় গণেশ পুজার আয়োজন করা হচ্ছে। এটা একটা বড় প্রাপ্তি। রাজ্য সরকারও চেষ্টা করছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার।ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আনার লক্ষ্যে ভুমিকা নিচ্ছে।সরকারের শুভ উদ্যোগ কাজে লাগিয়ে সনাতন ধর্মের ভাই-বোনেরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য তারাও এগিয়ে আসছেন। বুধবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে গণেশ পূজায় গিয়ে একথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।২০২২ সালের তুলনায় এবছর রাজ্যে অনেক গণেশ পুজার সংখ্যা বেড়েছে। মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির তরফে সবজি বাজারে গণেশ পুজার আয়োজন করা হয়। এদিন এই পূজায় যান রাজীব ভট্টাচার্য। কথা বলেন ব্যবসায়ী নেতৃত্বের সঙ্গে।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব