বৃদ্ধ মহিলাকে পেয়ে খুশি পরিবারের সদস্যরা

আগরতলা : অবশেষে ১২ দিন পর পরিবারের লোকজন খুঁজে পেলেন মধুরা থেকে নিখোঁজ হওয়া বৃদ্ধ সরস্বতী দেবীকে। প্রায় ৮০ বছরের বৃদ্ধ সরস্বতী দেবী পরিবারের লোকজনের সঙ্গে মথুরায় গিয়েছিলেন কৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে। প্রবীণ মহিলা পরিবারের লোকজনের সঙ্গে থাকা অবস্থায় নিখোঁজ হয়ে যান। ঘটনাটি ঘটে চলতি মাসের ৮ তারিখ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মথুরা থানায় মিসিং ডায়েরি করেন। এর মধ্যেই ট্রেনে করে আগরতলায় চলে আসেন এই মহিলা। আগরতলা রেল স্টেশনে দুই দিন আগে আর পি এফ তল্লাশির সময়ে মহিলাকে দেখতে পান। চলে খোঁজখবর। যোগাযোগ করা হয় প্রবীণ মহিলার পরিবারের সদস্যদের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার সরস্বতী দেবীর নাতিরা আসেন আগরতলা জি আর পি থানায়। বৈধ নথিপত্র দেখিয়ে বৃদ্ধকে নিয়ে যান। বৃদ্ধ মহিলার পরিবারের সদস্যরা আর পি এফকে ধন্যবাদ জানিয়েছেন। জানা গেছে সরস্বতী দেবীর বাড়ি বিহারে

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে