বিভিন্ন জায়গা পরিদর্শন মুখ্যমন্ত্রীর

আগরতলা : আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পরিদর্শন করলেন। নির্দেশ দিলেন সংস্কার কাজ দ্রুত করার। বেশ কয়েক বছর আগেই তৈরি হয়েছে আগরতলা শহরে নজরুল কলাক্ষেত্র ও মুক্তধারা অডিটোরিয়াম। বর্তমানে এসব হলের সংস্কারের প্রয়োজন রয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই দুটি অডিটোরিয়াম ঘুরে দেখেন। আসন সহ বিভিন্ন বিষয় সংস্কার করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। নজরুল কলাক্ষেত্রে গিয়ে ঘুরে দেখেন এন এস ডি, ললিত কলা একাডেমী, সত্যজিত রায় ফিল্ম ইনস্টিটিউট- র ছাত্র- ছাত্রীদের মধ্যে উচ্ছাস লক্ষ্য করা গেল। সেখান থেকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা যান নরসিংগড়ে পলিটেকনিক ইন্সটিটিউটে। সেখানে নির্মীয়মাণ বিভিন্ন ভবন ঘুরে দেখেন। পরিদর্শন করেছেন নতুন নির্মিত অডিটোরিয়ামও। যা কিনা এখনও উদ্বোধন হয়নি। এই প্রতিষ্ঠানের একটা অংশ দেওয়া হয়েছে আইন বিশ্ববিদ্যালয়ের জন্য। ফরেনসিক সেন্টারও ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিষয় সেখানে জেনেছেন।এদিন শেষে মুখ্যমন্ত্রী পরিদর্শনে যান গুর্খাবস্তী হাই রাইস মাল্টি স্টোরেড বিল্ডিং।দুই থেকে আড়াই বছরের মধ্যে শেষ হয়ে যাবে কাজ বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন দায়িত্ব প্রাপ্তরা। মুখ্যমন্ত্রী এদিন সব জায়গা পরিদর্শন শেষে জানান ভবন তুললেই হয় না। এগুলি দেখভালেরও প্রয়োজন আছে। তিনি বলেন, বসে থাকলে সঠিক ভাবে সব কাজ হয়না। তিনি বলেন প্রধানমন্ত্রী উন্নয়নের কথা সব সময় বলেন। সেই উন্নয়নের দিশায় চলছে রাজ্যের বর্তমান সরকার।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM