বাড়ল কর্মচারীদের উৎসব অনুদান

আগরতলা : ৩০০ টাকা করে বাড়ানো হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের কর্মচারীদের পূজা অনুদান। অপরিবর্তিত রাখা হয়েছে পূজা অ্যাডভান্স। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার। অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকারের গ্রুপ- সি, গ্রুপ- ডি সহ সমস্ত স্তরের কর্মচারী, পেনশনার- পারিবারিক পেনশনাররা ২০২২ সালের তুলনায় ৩০০ টাকা করে বেশি উৎসব অনুদান পাবেন। এজন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৩৬ কোটি টাকা। এই সুযোগ পাবেন সরকারি ১,৯৭ হাজার ১৭৬ জন কর্মচারী। মন্ত্রী জানান, দুর্গা পূজা ছাড়াও ক্রিম মাস, গড়িয়া, বুদ্ধ পূর্ণিমা, বাংলা নববর্ষ, মহাবীর জয়ন্তী, ইদ, গুরুনানকের জন্মদিনের মতো উৎসবে এই উৎসব অনুদান ও অ্যাডভানস পাওয়া যাবে। অর্থমন্ত্রী জানান, গ্রুপ- সি, গ্রুপ- ডি, ডি আর ডব্লিউ কর্মচারীদের ১৫০০ টাকা থেকে বাড়িয়ে পুজার অনুদান ১৮০০ টাকা করা হয়েছে। চুক্তিবদ্ধ কর্মী, ক্যাজুয়াল কর্মীরা ২ হাজার টাকা করে উৎসব অনুদান পাবেন। তাছাড়া পেনশনার, ফ্যামিলি পেনশনাররা ১৮০০ টাকা , অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকা, হোমগার্ডরা পাবেন ২ হাজার টাকা করে পুজার অনুদান।সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী আরও জানান, ২০১৭-১৮ অর্থ বর্ষে উৎসব অনুদান ছিল ৭০০ টাকা। যা বাড়িয়ে ২০১৮-১৯ এ ১ হাজার টাকা ও ২০২২-২৩ বর্ষে ১৫০০ টাকা করা হয়েছিল। এবছর সেটা করা হল ১৮০০ টাকা। উৎসব অনুদান বৃদ্ধি করায় খুশি সরকারি কর্মচারীরা।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র