২৬ সেপ্টেম্বর গণঅবস্থান

আগরতলা : কৃষি শ্রমিকদের একাধিক দাবি নিয়ে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন আন্দোলন যাচ্ছে।এই আন্দোলন কর্মসূচি অনুযায়ী ২৬ সেপ্টেম্বর তিন ঘন্টার গন অবস্থানে সংগঠিত করবে সংগঠন।শুক্রবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক শ্যামল দে বলেন শ্রমজীবী মানুষের অবস্থা ভয়াবহ, তাদের কাজের দাবিতে সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী আন্দোলনে নামা হচ্ছে।রেগায় আকাশ ছোঁয়া দুর্নীতি যা সোস্যাল অডিটে স্পষ্ট হয়েছে বলে অভিযোগ উনার।এই দুর্নীতির আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ।তিনি বলেন এছাড়া বছরে ২০০ শ্রম দিবস সৃষ্টি করা,শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করা, যে সমস্ত শ্রমিকের বয়স হয়েছে তাদের তিন হাজার টাকা পেনশন দেবার দাবি রয়েছে সংগঠনের।ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভানু লাল সাহা বলেন এই দাবি তো জানানো হবেই সেই সাথে যে কথাটা বলার তা হল ২০০৪ সালের থেকেই কেন্দ্রীয় বাজেটের ৪ শতাংশ টাকা রাখতে হবে সেটাই আইন। বর্তমান সরকার তা কমিয়েই চলছে।বর্তমানে ৭৩ হাজার কোটি টাকাতে নামিয়ে এনেছে যা গত বছর থেকেও কম। ফলে রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই তাই ২৬ শের গণঅবস্থান । উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতিও।

Related posts

এখনও নিয়োগ না করায় ক্ষুব্ধ টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন

মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

Karyakartas must build strong bonds with people: CM