সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা

IMG 20230922 112556

আগরতলা : ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগের সঙ্গে যুক্ত মহিলাদের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে কর্মশালা। সাইবার নিরাপত্তা বিষয়ক এই কর্মশালা শুক্রবার হয় আগরতলা রাজ্য অতিথিশালায়।কাটস ইন্টারন্যাশনালের উদ্যোগে ও ইউ এস কনস্যুলেট কলকাতার সহায়তায় হয় মহিলা উদ্যোগীদের নিয়ে একদিনের কর্মশালা।সি- ড্যাক ইন্ডিয়ার প্রতিনিধিরা প্রশিক্ষণ দেন। উপস্থিত ছিলেন কাটস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টার অর্ণব গাঙ্গুলী সহ অন্যরা। ক্রমবর্ধমান ই-ব্যবসায় ফোকাস করার আহ্বান রাখা হয় মহিলা উদ্যোক্তাদের। পাশাপাশি কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেদের সংস্থাকে বাঁচিয়ে রাখবে সেইসব বিষয়ে আলোচনা হয়। ভারতবর্ষে প্রায় ছয় কোটি এম এস এম ই আছে। তার মধ্যে ৩০ শতাংশ হচ্ছে মহিলা পরিচালিত। ২০২০ সালে যখন করোনার ভয়াবহতা বৃদ্ধি পায় সেই সময় এই এমএসএমই গুলি তাদের ব্যবসা অনলাইনে শুরু করে। সেই সময় এক লক্ষ 88 হাজার এম এস এম ই সাইবার অপরাধের শিকার হয়। সাইবার অপরাধীরা যেন মহিলা উদ্যোগীদের বোকা বানাতে না পারে তাদের অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে সেইসব বিষয়ে আজকের এই কর্মশালায় আলোচনা করা হয় এবং তাদের সচেতন করা হয়।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার