মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন

আগরতলা : প্রতিবছরের মতো প্রথা রীতি মেনে এবছরও রাধাষ্টমী পালন করা হয় আগরতলা ইসকন মন্দিরে। রাধাষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্ম তিথি। স্কন্দ পুরাণের বিষ্ণু খন্ডে উল্লেখ করা হয়েছে যে, ভগবান কৃষ্ণের ১৬,০০০ জন গোপী ও গোপিকা ছিলেন, যাদের মধ্যে সর্বেশ্বরী রাধা দেবী ছিলেন শ্রদ্ধেয় ১০৯ জনের মধ্যে সর্বাধিক বৈশিষ্টপূর্ণ।পৌরাণিক ধর্মীয় গ্রন্থ অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী রাধা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমীর মতো, শ্রী রাধা রানীর জন্মদিনও দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয়। শনিবার রাধা অষ্টমী মহাধূমধামে আগরতলা ইসকনে পালিত হয়। রাধা ও কৃষ্ণকে বিভিন্ন অর্ঘ্য দিয়ে স্নান করানো হয় পরবর্তীতে কেক কেটে রাধা অষ্টমী পালন করা হয়। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা।অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন ইসকন মিশনের অধ্যক্ষ। এদিন প্রচুর ভক্ত সমাগম ঘটে মন্দির চত্বরে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল