আগরতলা : এবার দাবি আদায়ে ১২ ঘণ্টার এ ডি সি এলাকায় বনধ আহ্বান করলো রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা।শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৩০ সেপ্টেম্বর বনধের ঘোষণা দেন তিপ্রা মথার নেতা প্রদ্যোত কিশোর দেববর্মণ। গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগান দিয়েই এ ডি সির ক্ষমতায় আসে ও রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পায় তিপ্রা মথা। এই দাবিতে দিল্লি হিল্লিও করে চলেছেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ।কিন্তু তাদের দাবির আজো কিছুই হয়নি। এই অবস্থায় গ্রেটার তিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধান চেয়ে দিল্লির কাছে বার্তা পৌঁছে দিতে ফের আন্দোলনে নামার ঘোষণা। শনিবার আগরতলায় রাজবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন তিপ্রা মথার নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ ছাড়াও, এ ডি সির চেয়ারম্যান জগদিশ দেববর্মা, কার্যনির্বাহী সদস্য কমল কলই, রাজেশ্বর দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যরা। প্রদ্যোত কিশোর দেববর্মণ জানান দাবি দিল্লির দরবারে পৌছাতে এবং চাপ বাড়াতে ৩০ সেপ্টেম্বর এডিসি এলাকায় ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। বনধের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। তিপ্রা মথার প্রধান তিপ্রাসাদের উদ্দেশ্যো আহ্বান রাখেন বনধে শামিল হওয়ার জন্য যারা মনে করেন তিপ্রাসাদের সঙ্গে ন্যায় হয়নি।তবে রাজনৈতিক মহলের মতে পাহাড়ে নিজেদের শক্তি ক্রমে ক্ষয় হচ্ছে। তা বুঝতে পেরেই লোকসভা নির্বাচনে আগে সংগঠন ধরে রাখতে এই বনধ তিপ্রা মথার।