ত্রিপুরা পিপলস পার্টির নতুন কমিটি গঠিত

আগরতলা : জনবিরোধী ও পিছিয়ে পড়া মানুষের শত্রু বিজেপির সাম্প্রদায়িক ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে সর্বত্র গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলার আহ্বানে ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় সম্মেলন হয়। শনিবার তৃতীয় সম্মেলন হয় আগরতলা টাউন হলে। আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি সরকারকে পরাস্ত করার ডাকও দেওয়া হয় সম্মেলন থেকে।মানুষ যাতে ধীরে ধীরে এগিয়ে এসে গণ আন্দোলনে নিজেদের সংগঠিত করে সেই আহ্বানও রাখা হয়। এদিন ত্রিপুরা পিপলস পার্টির তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন থেকে ১৯ জনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে অঞ্জন শুক্ল বৈদ্য ও প্রবীণ সিংহ। সহ- সভাপতি হয়েছেন ধিরেন্দ্র সিংহ, ওসমান মিয়া ও বিশ্বনাথ দেববর্মা।সহ- সম্পাদক হয়েছেন বিমল সিংহ, সজল দাস ও চিরঞ্জয় রিয়াং।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন