প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রেলি মহিলা মোর্চার

আগরতলা : মহিলা স্বশক্তিকরণের দিকে দেশ আজ এগিয়ে এসেছে। মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ আইন যখন কার্যকর হবে এর মাধ্যমে গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে বলে আশাপ্রকাশ করেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। প্রায় তিন দশকের প্রতীক্ষিত ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল সম্প্রতি নতুন সংসদের বিশেষ অধিবেশনে আনেন মোদী সরকার। সংসদে পাসও হয়ে যায় এই বিল। তবে এখন জোর আলোচনা চলছে কবে নাগাদ এই সংরক্ষণ কার্যকর হবে। কারো মতে এই স্নগ্ররখন প্রথা কার্যকর হতে সময় লাগবে ২০২৯ তো আবার কারো মতে ২০৩৪ সালে। এদিকে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বিল পাস হওয়ায় মহিলা মোর্চার ধন্যবাদ র্যা লি করছে দেশের বিভিন্ন জায়গার সঙ্গে রাজ্যেও। বিজেপির মহিলা সংগঠন রাজ্যের বিভিন্ন জায়গায় ধন্যবাদ রেলি করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে। শনিবার বিকেলে মহিলা মোর্চার তরফে আগরতলায় হয় ধন্যবাদ রেলি। প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে সিটি সেন্টারের সামনে শেষ হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধায়ক অন্তরা দেব সরকার, মিনা রানী সরকার, মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি