পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উদযাপন

আগরতলা : সবাই একত্রিত হয়ে কাজ না করছে বিভেদ সৃষ্টি হয়। এটা কোন ভাবেই কাম্য নয়। বর্তমানে রাজনীতির নামে দুঃখজনক ঘটনা ঘটছে। যা কোন ভাবেই কাঙ্খিত নয়।মানবতাই সব চেয়ে বড় ধর্ম। একে সামনে রেখেই সকলের চলা উচিৎ বলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উদযাপন করা হয় রাজ্যে।ভারতীয় জনতা পার্টির তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় হয় অনুষ্ঠান। এবছর উনার ১০৮ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সোমবার সকালে প্রদেশ বিজেপি কার্যালয়েও হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যরা।সকলেই আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, এক পৃথিবী, এক ভবিষ্যৎ, এক পরিবারের কথা বহু আগেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলে গেছেন।ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যও বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Related posts

প্রচুর পুলিস-আধা সামরিক বাহিনী মোতায়েন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে

নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪’র উদ্বোধন

আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস আপাতত বন্ধ ভিসার দেওয়ার কাজ