রাজধানীতে বিদ্যুৎ নিগমের গাড়ি ও স্কুটির সংঘর্ষে আহত এক

আগরতলা : রাজধানীতে যান দুর্ঘটনা থেমে নেই।মাঝে মধ্যে শহরেও অসতর্কতায় ঘটে দুর্ঘটনা। রবিবার ফের দুর্ঘটনা ঘটে রাজধানীর লাল বাহাদুর পুকুর পাড়ের সামনে। জানা গেছে একটি স্কুটি লাল বাহাদুর থেকে জেল রোডের দিকে দ্রুত গতিতে আসছিল। আর উল্টো দিক থেকে লাল বাহাদুরের দিকে যাচ্ছিল বিদ্যুৎ নিগমের গাড়িটি।অভিযোগ দ্রুত বেগে ছিল স্কুটিটি। তখনই ঘটে বিপত্তি। সজোরে গাড়িতে গিয়ে লাগে স্কুটি। এতে ছিটকে পড়েন স্কুটি আরোহী যুবক। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ নিগমের গাড়ি ও স্কুটির। ছুটে আসেন স্থানীয় লোকজন ও পুর নিগমের কর্পোরেটর।স্থানীয়রা আহত যুবককে অটোরিক্সা দিয়ে জিবিতে নেওয়ার মুহূর্তে দমকল কর্মীরা যান। পড়ে তারাই জিবিতে আহতকে নিয়ে যান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Related posts

মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন চাকরিপ্রত্যাশীদের অপেক্ষামান তালিকা প্রকাশের

প্রয়াত প্রাক্তন এম ডি সি নির্মল চন্দ্র দাস

ওয়াকফ সংশোধনী নিয়ে বিরোধীদের প্রতিবাদের সমালোচনায় রাজীব- বিপ্লব