আগরতলা : খাদ্য ও পর্যটনমন্ত্রীর পৌরহিত্যে বুধবার পশ্চিম জিলা পরিষদের সাধারণ সভা হয়। এদিন পশ্চিম জেলা শাসক অফিসের কনফারেন্স হলে হয় বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ জিলা পরিষদের সদস্য- সদস্যা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিধায়ক, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। নিয়ম করেই তিন মাস পর পর এই সভা হয়ে থাকে জিলা পরিষদের। বিভিন্ন বিষয় উঠে আসে সভায়। আলোচনা হয় কেন্দ্র- রাজ্যের প্রকল্প গুলি নিয়ে। আধিকারিকরা বিভিন্ন রিপোর্ট পেশ করেন। প্রশাসনের মানুষের দোরগোড়ায় কিভাবে পৌঁছে দেওয়ার যে উদ্দেশ্য তানিয়ে আলোচনা হয় আধিকারিকদের সঙ্গে। মন্ত্রী এদিন আশা প্রকাশ করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের যে কাজ সেগুলি সামনের দিকে আগামী দিনে এগিয়ে যাবে। প্রতিটি জিলা পরিষদ উন্নয়নের নিরিখে এগিয়ে যাবে।