জনজাতি ২৩ ভোটার বিজেপিতে শামিল

আগরতলা : লোকসভা নির্বাচনের আগে জনজাতি এলাকায় ভাঙছে বিরোধী শিবির। শুধু বিরোধী শিবিরই নয়, শাসক দল বিজেপির জোট সঙ্গী আই পি এফ টিও ভাঙছে। সংগঠন আরও চাঙ্গা হচ্ছে বিজেপির। বিভিন্ন দল ছেড়ে নেতৃত্ব ও কর্মীরা যোগ দিচ্ছেন শাসক দল ভারতীয় জনতা পার্টিতে। এবার টাকারজলা বিধানসভা কেন্দ্রে তিপ্রা মথা ও আইপিএফটির ঘরে থাবা বসাল বিজেপি। বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে এসে দুই দলের ৭ পরিবারের ২৩ জন ভোটার যোগ দেন বিজেপিতে। যোগদানকারীদের মধ্যে রয়েছেন আই পি এফ টির মহিলা সংগঠন আই ডব্লিউ এফ টি-র সাংগঠনিক সম্পাদক সোনালি দেববর্মা সহ অন্যরা। যোগদানকারীদের স্বাগত জানান প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য,বিজেপি রাজ্য সম্পাদক জসীমউদ্দীন, বিজেপি জনজাতি মোর্চার প্রদেশ কমিটির সহ-সভাপতি মঙ্গল দেববর্মা সহ অন্যরা। যোগদানকারীদের স্বাগত জানিয়ে তাপস ভট্টাচার্য বলেন, ত্রিপুরার মানুষ উপলব্ধি করতে পারছেন মানুষের জন্য, মানুষের পাশে থেকে বিজেপি কাজ করে।

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা