সুবিধাভোগী পরিবার মহাসম্মেলন হয় রবীন্দ্র ভবনে

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক একটি স্কিম চালু করেছে পি এম পথ বিক্রেতাদের আত্মনির্ভর নিধি। যাতে রাস্তার বিক্রেতাদের শুধুমাত্র ঋণ প্রদান করে নয়, তাদের সামগ্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নতির জন্যও ক্ষমতায়ন করা হয়। এই স্কিমটি আশেপাশের পেরি-শহুরে, শহরাঞ্চলে তাদের ব্যবসা আবার শুরু করতে সাহায্য করার জন্য। ত্রিপুরায়ও এই প্রকল্পে অনেকে ঋণ নিয়ে ব্যবসা বৃদ্ধি করেছেন। নতুন নতুন ব্যবসা খুলে বসেছেন। এই প্রকল্প ও দিনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় শহুরে জীবিকা মিশনের সুবিধাভোগী পরিবার মহাসম্মেলন হয় বুধবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় একদিনের সম্মেলন। পথ বিক্রেতারা নিজেরা দোকান নিয়ে বসেন এদিন রবীন্দ্র ভবনের হলের বাইরে। এদিন অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে সম্মাননাও তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন এর উদ্যোগে হয় এদিন মহাসম্মেলন।আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন বিষয় তুলে ধরেন। চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে মহিলাদের জন্য রাখা সংরক্ষণের বিষয়ও তুলে ধরেন। তিনি সকলকে আত্মনির্ভর করার উপরে জোর দেন বলেন, চাকরি সকলকে দেওয়া সম্ভব না। এর পরেও সরকার সরকার চাকরির ব্যবস্থা করছে।সবাই যদি খুশি ,আনন্দে থাকেন এর থেকে বড় তৃপ্তি আর কিছুই হয় না। মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে সম্প্রতি সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে