পরিবহণ কার্যালয়ে গণডেপুটেশন

আগরতলা : পরিবহণ শ্রমিকদের জরুরি বিভিন্ন দাবিতে রাজধানীতে মিছিল- ডেপুটেশন। শনিবার অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ব্যানারে হয় এদিনের কর্মসূচী। এদিন ১২ দফা দাবি আদায়ে গণডেপুটেশন দেওয়া হয় পরিবহণ দপ্তরে। এর আগে আগরতলা শহরে হয় বিশাল মিছিল। রাজধানীর অফিসলেন সি আই টি ইউ অফিসের সামনে থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহণ অফিসের সামনে যায়। মিছিলে নেতৃত্বে ছিলেন সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমিক নেতা সমর চক্রবর্তী, অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। তাদের দাবির মধ্যে রয়েছে অসংগঠিত সড়ক পরিবহণ শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা আইন প্রণয়ন, এম ভি ২০১৯ সংশোধন, পরিবহণ শ্রমিকদের জরিমানা ব্যাপক ভাবে হ্রাস, সরকারি পরিবহণকে বেসরকারিকরণ না করে প্রসারিত করা, ডিজেল- পেট্রোলের দাম ও কর হ্রাস সহ ১২ দফা দাবি তাদের।

 

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন