সুপার চারের লড়াইয়ে লালবাহাদুরকে হারিয়ে জয়ী এগিয়ে চল সংঘ

আগরতলা : সুপার চারের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার লালবাহাদুরকে হারিয়ে জয়ী হল এগিয়ে চল সংঘ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার ও এগিয়ে চল সংঘ। এদিন সুপার চারের লড়াইয়ে লালবাহাদুরকে ২-০ গোলে পরাজিত করে লিগ চ্যাষ্পিয়নের দৌড়ে এগিয়ে গেলো এগিয়ে চল সংঘ। সুপার চারের মরন বাঁচার লড়াইয়ে দুই দল মুখোমুখি হয়। ম্যাচে এগিয়ে চল সংঘের হয়ে জোড়া গোল করেন খেলার ১৫ ও ৮৭ মিনিটে মালসুয়াম ডুংগা।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন