আচমকা চলে গেল বিদ্যুৎ

আগরতলা : পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে পারল না ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। সপ্তমীতে খোদ রাজধানীর জয়নগর- দশমিঘাট সহ আশপাশ এলাকা আচমকা বিদ্যুৎ চলে যায়। মুহূর্তে অন্ধকারে ডুবে যায় এলাকা। তখন মণ্ডপে মণ্ডপে ছিল দর্শনার্থীর ভিড়। বিদ্যুৎ চলে যাওয়ায় পূজা উদ্যোক্তাদের পাশাপাশি দর্শনার্থীরা সমস্যায় পড়েন। মোমবাতি কিছু সময়ের জন্য জ্বালিয়ে রাখতে হয়। ফের আসে বিদ্যুৎ। আলো জ্বলমলে হয় জয়নগর- দশমীঘাট এলাকা। তবে কি কারণে এই সমস্যা হয়েছে জানা যায় নি।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে