দুর্গা বাড়িতে পূজা দিলেন প্রতিমা- রাজীব

আগরতলা : সকলে যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার মঙ্গল কামনায় মহাষ্টমীর সকালে দুর্গা বাড়িতে পূজা দিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। রবিবার সকালে তিনি দুর্গা বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়ে দেবী দুর্গার প্রার্থনা করেন।এদিকে এদিন আগরতলা দুর্গা বাড়িতে গিয়ে পুজো দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার। জেলা শাসক জানান, দুর্গা পূজায় প্রশাসন- পুলিসের তরফে ভালো ব্যবস্থা করা হয়েছে।মানুষের মধ্যে উৎসাহ দেখে তিনি খুশি। তিনি আশা ব্যক্ত করেন, মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য লোকজন আসবেন। দেবী দুর্গার আশীর্বাদে যাতে সকলের ঘরে শান্তি- খুশি আসে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে