সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা

আগরতলা : আসছে বছর আবার হবে। মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। দেবীকে বিদায়ের মন খারাপের মাঝে মঙ্গলবার বিজয়া দশমীর দিনে সিঁদুর খেলার আনন্দে তারা মেতে উঠলেন আগরতলা দুর্গা বাড়ি সহ বিভিন্ন মণ্ডপে মণ্ডপে। সিঁদুর খেলা একটি হিন্দু ঐতিহ্য ।যেখানে দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর মাখিয়ে একাত্মতা প্রকাশ করেন। পূজা শেষে বিজয়া দশমীর দিনে, বিবাহিত হিন্দু নারীরা দেবী দুর্গার সিঁথিতে ও পায়ের উপর সিঁদুর দান করে এবং তাকে মিষ্টি খাইয়ে দেন। তারপর তারা একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে দেয় এবং একে অপরকে মিষ্টি উপহার দেন।দেবী পূজা, বিসর্জন পূজার সঙ্গে সম্পন্ন হয়। তারপর দেবী বরণ করা হয়, যেখানে বিবাহিত নারীরা দেবীকে বিদায় জানান। মহিলারা সাধারণত লাল পাড়ের সাদা শাড়ি পরেন এবং ঐতিহ্যগত গহনাগুলিতে সাজেন।প্রত্যেক মহিলারা দুর্গা মায়ের জন্য আরতি করেন এবং কপাল ও পায়ের পাতায় সিঁদুর প্রদান করেন, সাথে দেবীকে মিষ্টি ও পান পাতা প্রদান করেন। প্রতিবছর বিজয়া দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন। মঙ্গলবার এই ছবি ধরা পড়ে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে। মহিলারা জানান স্বামীর মঙ্গল কামনা করেন তারা এদিনে।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন