রাজ্য ছাড়লেন বিদায়ী রাজ্যপাল

আগরতলা : রাজ্য ছাড়লেন বিদায়ী রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য।বিদায়ী রাজ্যপালের বিদায়ের সময়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, পশ্চিম জিলা পরিষদের ভার প্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যরা। মঙ্গলবার রাজভবনে বিদায়ী রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয় রাজভবন চত্বরে ত্রিপুরা স্টেট রাইফেলসের তরফে।এদিন প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যপাল হিসেবে সত্যদেও নারায়ণ আর্য যতদিন ছিলেন উনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল।উনার দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী। বুধবার নতুন রাজ্যপাল ত্রিপুরায় আসবেন। বৃহস্পতিবার নতুন রাজ্যপাল শপথ নেবেন। নতুন রাজ্যপালকে আগাম স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

Related posts

আম্বেদকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদ জানাল তপশিলি জাতি সমন্বয় সমিতি

সেজে উঠছে রাজধানীর অদূরে আল্পনা গ্রাম

২২ দফা দাবি নিয়ে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা