পাসপোর্ট করতে আসা লোকজনকে হয়রানীর অভিযোগ

আগরতলা : আগরতলা পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে লোকজনকে হয়রানীর অভিযোগ। বুধবার এক মহিলা সহ দুইজন ক্ষোভ উগরে দেন পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের কর্মীদের ভূমিকায়। আবেদন পত্র সমস্ত নথি সহ আগেই জমা দিয়েছিলেন আইনসেবা কর্তৃপক্ষের উদয়পুর মহকুমা কমিটির এক সদস্য ও আগরতলা ক্যাম্পেরবাজারের বাসিন্দা সাহারা বেগম। বুধবার ইন্টার্ভিউর জন্য তারা আসেন আগরতলা পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে। অভিযোগ, পি আর টি সি থাকার পরেও সাহারা বেগমকে সিটিজেনশিপ নিয়ে আসার কথা বলে উনাকে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে উদয়পুরের আইনসেবা কর্তৃপক্ষের মহকুমা কমিটির সদস্যকে বলা হয় ভোটার আই কার্ড হালকা কেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পাসপোর্ট করতে আসা লোকজনের অভিযোগ সমস্ত বৈধ নথি থাকার পরেও তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে তারা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন পাসপোর্ট পরিষেবা কেন্দ্রের কর্মীদের বিরুদ্ধে।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের